দর বৃদ্ধির শীর্ষে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-১২ ১৫:২২:৫২

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬৫ বারে ৬০ হাজার ৬২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৫৬ বারে ৪ লাখ ৫০ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সাউথ বাংলার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৮০৩ বারে ৪৯ লাখ ৭ হাজার ৩৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৭৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৯.৫২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৫১ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৯.১৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৮.৯৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৮.৭৬ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ৮.৬০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












