মৌসুমীর ‘পেইন্টার’
প্রকাশ: ২০১৭-০১-২৯ ১২:৪৩:২৭

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি ২৩ বছর পার করেছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। দর্শকদের কাছে পেয়েছেন জনপ্রিয়তা।
চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করছেন মৌসুমী। তারই ধারাবাহিকতায় এবার ‘পেইন্টার’ শিরোনামের টেলিফিল্মে অভিনয় করবেন তিনি।
অভিনেতা অমিত হাসানের গল্প ও পরিচালনায় নির্মিত হবে এ টেলিফিল্ম। এর মাধ্যমে নির্মাতার খাতায় নাম লেখাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘‘বাংলাদেশের ভাষা’ শিরোনামে একটি নাটকের গল্প লিখেছি। নাটকটি পরিচালনা করতে চাচ্ছি। রাজনৈতিক গল্পের কারণে হয় তো টেলিভিশনে প্রচার করতে দ্বিমত প্রকাশ করতে পারে। তাই এর কাজ একটু পরে শুরু করব। এর আগে ‘পেইন্টার’ নামের একটি টেলিফিল্মের কাজ শুরু করব। এটির গল্পও আমি লিখেছি। এর মাধ্যমে আমি প্রথম নির্মাণ কাজ শুরু করব।’’
তিনি আরো বলেন, ‘‘প্রথমবার নির্মাণ করতে যাচ্ছি। বিষয়টা নিয় একটু এক্সসাইডেট। মার্চের দিকে শুটিং শুরু করব। শুটিং শুরুর আগে সংবাদ সম্মেলন করব। ‘পেইন্টার’ টেলিফিল্মে মৌসুমী নায়িকা হিসেবে অভিনয় করবেন। মৌসুমীর সঙ্গে আমি কথা বলেছি। এছাড়া আমিও এতে অভিনয় করব।’’
মৌসুমী অভিনীত কয়েকটি সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এদিকে অমিত হাসান ‘গোপন সংকেত’, ‘জানেমন’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি সিনেমায় খল অভিনেতা হিসেবে কাজ করছেন। এর মধ্যে যৌথ প্রযোজনার সিনেমাও রয়েছে। এছাড়া বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: রাইজিংবিডি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













