দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-১৩ ১৫:৩৮:১১

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ১০ শতাংশ। ফান্ডটি ৩৯৩ বারে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ১৪৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৩০ বারে ৩৪ লাখ ৫২ হাজার ৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ। ফান্ডটির ২ হাজার ৬৩ বারে ২৮ লাখ ২৮ হাজার ৮২৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ইস্টার্ন লুব্রিক্যান্টের ৩.৩৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৩১ শতাংশ, ইনফরমেশন সিস্টেমস নেটওয়ার্কের ২.৬৮ শতাংশ, ইউসিবির ২.৬১ শতাংশ, সমতা লেদারের ২.৫১ শতাংশ, হাওয়েল টেক্সটাইলের ২.৪৭ শতাংশ ও গ্রীন ডেল্টার২.৪৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












