তামিম ইকবাল, সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। পিএসএল দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন এই আসরে।
তামিম ইকবাল, সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল)এবারের আসরে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ। পিএসএল দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন এই আসরে। বিষয়টি নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকেই নিশ্চিত করেছে কোয়েটা।
যদিও মাহমুদউল্লাহ রিয়াদের দলে জায়গা পাওয়াটা ছিল বদলি হিসেবেই। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজ পারিবারিক কারণে নিজের নাম সরিয়ে নেওয়ার পরই বিকল্প ভাবে কোয়েটা। যদিও বদলি হিসেবে আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীর দিকেও নজড় ছিল দলটির। কিন্তু শেষ পর্যন্ত নিশ্চিতভাবে মাহমুদউল্লাহ রিয়াদের নামই ঘোষণা করলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
এর আগে হজকেও নেওয়া হয়েছিল বদলি হিসেবেই! শুরুতে ক্যারিবীয় তারকা কার্লোস ব্রাথওয়েটকে নেওয়া হয়েছিল। তিনি নাম সরিয়ে নিলে মঈন আলীকে রাখা হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা পরে মঈনও নাম সরিয়ে নেন দল থেকে।
এবারের পিএসএল শুরু হবে ৯ ফেব্রুয়ারি। যদিও শুরুর দিকে থাকছেন না বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। কারণ একই সময় ভারতের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল।