
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৮৩৬ বারে ৮ লাখ ৮০ হাজার ৮৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। ফান্ডটি ৯৩১ বারে ৮৮ লাখ ৯৭ হাজার ৫৪৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৯০ বারে ১২ লাখ ৯৬ হাজার ৪৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৫.৭৭ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২.৬৫ শতাংশ, ফাইন ফুডসের ২.৬৩ শতাংশ , ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৫০ শতাংশ ও মনোসপুল বাংলাদেশের ১.৯৩ শতাংশ, বারাকা পাওয়ারের ১.৮২ শতাংশ, রহিম টেক্সটাইলের ১.৪৯ শতাংশ দর বেড়েছে।
এসকেএস