দর পতনের শীর্ষে এনআরবি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-১৪ ১৫:৪১:১৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২৫৭ বারে ৯৫ লাখ ৩৪ হাজার ৪২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৯৩  লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তিতাস গ্যাসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০৯ বারে ২ লাখ ২৪ হাজার ১০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৯ বারে ১ লাখ ৯৭ হাজার ২২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– এনআরবিসি ব্যাংকের ৫.৯৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৭৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫.৭৬ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৫.৭১ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৫.৬১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৫.৫৬ শতাংশ এবং গোল্ডেন হারভেস্ট এগ্রোর ৫.৫০ শতাংশ দর কমেছে।

 

এসকেএস