[caption id="attachment_36253" align="aligncenter" width="800"] ফাইল ছবি[/caption]
রাজধানীর ভাটারা থানা এলাকায় অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- শহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী নদিরা বেগম (৫৫), তাদের দুই ছেলে জিহাদ (৩২) ও মোরশেদ (২৬)।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ভাটারা এলাকার শাহজাদপুরের খিলবাড়ির টেক স্কুল রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, গ্যাস লাইনে লিকেজ থাকায় ঘরের ভেতর তা জমে যায়। রাতে নাদিরা মশা মারার ইলেকট্রিক ব্যাট অন করে যখনই মশা মারা শুরু করেন তখনই জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আহতদের মধ্যে শহিদুল ইসলামের শরীরের ১৫ শতাংশ, নাদিরার ৮৫ শতাংশ, মোরশেদের ৩ শতাংশ ও জিহাদের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।