জবি ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি, দাম কমানো এবং ক্যান্টিন কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচালনায় নেয়াসহ বেশকিছু দাবি নিয়ে ক্যান্টিনে একঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। গতকাল রোববার দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত ১ঘন্টা কর্মসূচি চলে ।
জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন বলেন,আমরা আমাদের ক্যান্টিনকে সেবা মূলক প্রতিষ্ঠান হিসেবেদেখতে দেখতে চাই। এই ক্যান্টিন কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে না ।তিনি আরো বলেন, আমাদের ক্যান্টিনথেকে যারা বিভিন্ন নামে-বেনামে ফাও খাচ্ছেন তারা আমাদের সবার ঘাম ঝরা টাকা খাচ্ছেন। একজন ছাত্রবিশ্ববিদ্যালয় থেকে যদি এভাবে অন্যের দেহের ঘাম ঝরা খেতে পারে তো এদের থেকে জাতি কি আশা করতেপারে।
জবি শাখা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক রুহুল আমিন তার বক্তব্যে বলেন, আমাদের ক্যান্টিনকে বিশ্ববিদ্যালয়েরনিজস্ব তত্বাবধায়নে নিতে হবে। আমাদের বিশ হাজার ছাত্রের সকালের নাস্তা এবং দুপুরের খাবারের নিশ্চয়তাবিশ্ববিদ্যালয়কেই দিতে হবে। আমাদের ছাত্র ভাইয়েরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে মেসে এবং নারায়নগঞ্জ, নরসিংদী,মাওয়া , গাজীপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসে। এখানে তারা যদি এতটুকু সুবিধা না পান তবে আমাদের ভবিষ্যতবিকাশ বাধাগ্রস্থ হবে। তিনি দাবি করেন অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে ক্যান্টিনকে বিশ্ববিদ্যালয়েরকোনো শিক্ষকের নিয়ন্ত্রনে দিয়ে আদর্শ ক্যান্টিনে পরিণত করতে হবে।
এ সময় তিনি তাদের দেয়া একটি খাবারের দামের তালিকা সাংবাদিকদের দেখান এবং বলেন যে আমাদের দাবি এইদাম অনুযায়ী খাবারের দাম নেয়া হোক। এখানে দেখা যায়, পরোটা ৩ টাকা , ডাল-ভাজি ৬ টাকা, ভাত-ডাল-সবজি ২০ টাকা, ভাত মাছ ৩০ টাকা , ভাত –মাংস ৪০ টাকা , ভাত-ডিম ২৫ এবং খিচুরী ১৫ টাকা ।
তিনি দাবি করে বলেন ,এই খাবারের দাম তালিকাতে যে দাম রাখা হয়েছে তা দিয়ে ক্যান্টিন পরিচালনা করলেক্যান্টিন ও ছাত্র উভয়ে উপকৃত হবে। এ সময়ে ক্যান্টিনে খাবার খেতে আসা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই অবস্থানকর্মসূচিতে অংশ গ্রহন করেন।