
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ৫৭ বারে ৭ কোটি ৪৪ হাজার ৬৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিচ হ্যাচারিরশেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ৮০ বারে ৪৭ লাখ ৩৩ হাজার ৬০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৪৯৭ বারে ২ লাখ ৭২ হাজার ৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৭.৮৮ শতাংশ, বিকন ফার্মার ৭.২৬ শতাংশ, যমুনা ব্যাংকের ৭.১৪ শতাংশ,মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭.০৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.০০ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের ৫.৮৮ শতাংশ দর কমেছে।
এসকেএস