দর বৃদ্ধির শীর্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-১৫ ১৬:০২:০৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১৩ বারে ১৬ লাখ ৯৬ হাজার ১৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩১ শতাংশ। কোম্পানিটি ২০ বারে ১০ হাজার ৬৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা বাটা সুজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪  শতাংশ। শেয়ারটি ৩৯৪ বারে ১০ হাজার ১৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সান লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৭ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩.১৭ শতাংশ , উত্তরা ব্যাংকের ৩.০৭ শতাংশ, হাক্কানী পাল্পের ২.৮৮ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২.৩৪ শতাংশ, অগ্নি সিস্টেমসের ২.০৭ শতাংশ ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২.০৬ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস