নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে দেশের ১২ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। সোমবার বেলা সোয়া ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়েছে।
বিশিষ্ট এই ১২ ব্যক্তি হলেন- প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুর রশিদ, অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এস এম এ ফায়েজ, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, প্রাক্তন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা।
বৈঠকে সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম উপস্থিত আছেন।