বিএসইসির চেয়ারম্যানের বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সরকার?

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৫-১৮ ২৩:৫২:০৮


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর বিষয়ে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার? জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা।

জানা গেছে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য সময় চাইলে তাকে ১০ মিনিটের সময় দিয়েছেন। সেই অনুযায়ী, সকাল ৯টা ৫০ মিনিটে বিএসইসি চেয়ারম্যান অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। এই সময়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন বলে সূত্র জানিয়েছে।

গত বছরের ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসি চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। তার একের পর এক ভুল সিদ্ধান্তে পুঁজিবাজারে নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে। এর ফলে প্রতিদিনই কমছে সূচক ও লেনদেন। ফলে লোকসানের কবলে পড়ছে বিনিয়োগকারীরা। এক পর্যায়ে রাস্তায় নামে বিনিয়োগকারীরা।

প্রতিদিনই সূচক কমার সাথে সাথেই রাস্তায় নামতো বিনিয়োগকারীরা। পুঁজিবাজারের ইতিহাসে নতুন ঘটনা ঘটিয়েছে তারা। আজ রোববার চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে কফিন মিছিল করছে তারা। একই সাথে পদত্যাগের সময়ও বেধে দিয়েছে বিনিয়োগকারীরা।

মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান পতিত স্বৈরাচারীর মতো আচরণ করছে। বাজারের খারাপ পরিস্থিতি নিয়ে অংশীজনরা কথা বলেছেন বলে তিনি মিটিংয়ে তাদেরকে শাসিয়েছেন। ব্যর্থতার পরেও তিনি নির্লজ্জের মতো নিজের পদ আকঁড়ে ধরে রেখেছেন।

তাঁরা বলেন, আসছে কুরবানীর আগে বিএসইসির চেয়ারম্যান বিনিয়োগকারীদের কুরবানী দেওয়া শুরু করেছে। রাশেদ মাকসুদ এই পদে থাকবেনা, পুঁজিবাজারে আস্থা ফিরবে, রাশেদ মাকসুদ পদে থাকবে পুঁজিবাজারে আস্থা থাকবে না। বিনিয়োগকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু আপনারা পালানোর গর্ত খুঁজে পাবেন না।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম ইকবাল বলেন, বাংলাদেশের পুঁজিবাজার আজ পরিণত হয়েছে নব্য স্বৈরাচারের আয়নাঘরে। ৩৩ লাখ বিনিয়োগকারীকে আয়না ঘরে বন্দি করা হয়েছে।

তিনি ৪৮ ঘন্টার মধ্যে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান আবু আহমেদের অপসারণ দাবি করেছেন। সেই সাথে সরকারের প্রতি হুঁশিয়ারী দিয়ে বলেন,বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগ না হলে এবার এমন কর্মসূচি দেওয়া হবে যা চিন্তাও করতে পারবেন না।সূত্রঃ Risingbd