তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়াপাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে তিনটার সময় ক্যাম্পাসের শহীদ মিনার ও বিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ৮ম ব্যাচের শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পরিসংখ্যান বিভাগের সভাপতি মুকিত হাসান নিয়নকে আনিসুর রহমান শিশিরের (বহিষ্কৃত) কর্মীরা ব্যাপক মারধর করে। এ সময় নিয়ন আত্মরক্ষারর্থে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে আশ্রয় নেয়। পরবর্তীতে শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সহকারী প্রক্টর বিভাস কুমার ,নাসির উদ্দিন মুকিত হাসান নিয়নকে জিজ্ঞাসাবাদ করার সময় প্রক্টর অফিসের বাহিরে বিজ্ঞান ভবনের সামনে আবারো হট্টগোলের শব্দ শোনা যায় । এ সময় আনিসুর রহমান শিশিরের (বহিষ্কৃত) কর্মী আশিক আবির তার সহযোগীদের নিয়ে প্রথম বর্ষের একছাত্রীকে উত্ত্যক্ত করতে ছিল । এসময় ছাত্রলীগের সহ -সম্পাদক স¦াধীন আহম্মেদ বাদশা, এবং সহ-সম্পাদক নবীন আহম্মেদ প্রতিবাদ করলে আনিসুর রহমান শিশিরের কর্মী আশিক আবির (১১তম ব্যাচ),পলাশ(১১তম),নাদিম (৭ম ব্যাচ) সহ ২০/২৫ জন কর্মী তাদের উপর হামলা চালায় । এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে আসেন। মারামারির ঘটনায় নিয়ন,বাদশা,হাসান আহত হয়েছে। এদের মধ্যে নবীনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়
জানা যায়, আনিসুর রহমান শিশির ও তার কর্মী আশিক আবিরসহ শিশিরের কর্মীরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় ছিনতাই ,চাঁদাবাজি,ফাও খাওয়া,নারী নির্যাতন সহ সাংবাদিক নির্যাতনের অভিযোগ রয়েছে। যার সংবাদ বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এফ এ শরীফুল ইসলাম বলেন, এরা ছাত্রলীগের অনুপ্রবেশকারী। কারণ যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনা বলে তিনি জানান। ওরা ছাত্রলীগের বদনাম করার জন্য অনুপ্রবেশ করেছে।যাতে ছাত্রলীগের ও সরকারের ভাবমর্তি নষ্ট হয় সে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে তিনি দাবি করেন এবং বিশ্ববিদ্যালয় থেকে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রলীগের এ নেতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নাসির উদ্দিন বলেন,মারামারির ঘটনা আমারা শুনেছি । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সানবিডি/জবি/ইসমাইল/এসএস