দর পতনের শীর্ষে ইউসিবি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২০ ১৬:৩২:১৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪২ বারে ২৫ লাখ ৩০ হাজার ৮৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৪ বারে ৫৯ হাজার ৫৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। ফান্ডটি ১০০ বারে ৬ লাখ ৬১ হাজার ৯টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ, সাইফ পাওয়ার টেকের ৪.৮৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৪.৫১ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.৪১ শতাংশ, ভিএফএস থ্রেডের ৪.২৯ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৪৫ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.৩৭ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












