নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য প্রস্তাবিত পাঁচজনের নাম জমা দিয়েছে বিএনপি। মন্ত্রিপরিষদ বিভাগে নামগুলো জমা দেয়া হয়।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে নাম নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে রওনা হয়ে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার এ কথা জানান।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে নাম দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি ৬ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছেন। এই কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
কমিটির অপর পাঁচ সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শিরীণ আখতার।