
ইসরায়েলি বাহিনী কর্তৃক টানা ১১ সপ্তাহের অবরোধের পর মঙ্গলবার গাজায় প্রবেশ করেছে ৯৩টি ত্রাণবাহী ট্রাক, তবে এখনও একটি প্যাকেট ত্রাণও মানুষের হাতে পৌঁছেনি বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিচ জানান, তাদের একটি দল কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করলেও ইসরায়েলি কর্তৃপক্ষ মজুদগারে প্রবেশের অনুমতি দেয়নি।
ফলে ত্রাণ বিতরণ শুরু করা যায়নি।
এ ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ট্রাকগুলোতে আটা, শিশু খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রী ছিল। তবে জাতিসংঘের দাবি—এইসব ট্রাক কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় ঢুকলেও, সেগুলোর ত্রাণ এখনো মজুদগারে ওঠানো সম্ভব হয়নি।
গত রবিবার ইসরায়েল ‘প্রাথমিক কিছু খাদ্য’ প্রবেশের অনুমতি দেয়। কিন্তু আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য বলেছে, গাজায় ইসরায়েলের ‘নৈতিকভাবে অগ্রহণযোগ্য’ সামরিক অভিযানের কারণে তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করছে।
সূত্র: বিবিসি
এনজে