দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসী ফুটওয়্যার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২১ ১৫:৪১:৫২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৮৫১ বারে ২ লাখ ২৬ হাজার ৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। ফান্ডটি ১১৯ বারে ৭ লাখ ১৬ হাজার ৪৬৮টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশ। ফান্ডটি ১৯১ বারে ১২ লাখ ৫৫ হাজার ৮৮৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সোনারগাঁও টেক্সটাইলের ৮.০৫ শতাংশ,  ইনফরমেশন সার্ভিসেসের ৬.৬২ শতাংশ, ডেসকোর ৬.৫৭ শতাংশ ,এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৬.১৫ শতাংশ ও পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, হাইডেলবার্গের ৫.৮৪ শতাংশ ও পপুলার লাইফ ফাস্ট মিউচুয়্যাল ফান্ডের ৫.৭১ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস