দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২১ ১৫:৫২:৩১


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৩৩ বারে ২৯ হাজার ৪৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিল বাংলার শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫ বারে ২ হাজার ৬১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯ বারে ৩১ হাজার ৫০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.১২ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৪.৭৬ শতাংশ, ইউসিবি ব্যাংকের ৪.৭২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৪.৫২ শতাংশ, প্রাইম ফাইনান্সের ৪.৩৫ শতাংশ, তুং হাই নিটিংয়ের ৩.৭০ শতাংশ এবং শার্প ইন্ডাস্ট্রিজের ৩.৪৭ শতাংশ কমেছে।

এসকেএস