মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
থেরেসা মে’র ‘নমনীয়’ প্রতিক্রিয়ায় ঝুঁকিতে মুসলিম সম্প্রদায় : টিউলিপ
প্রকাশিত - ফেব্রুয়ারি ১, ২০১৭ ১০:৩৭ এএম
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী ও উদ্বাস্তু নীতি নিয়ে থেরেসা মে-র 'নমনীয়' প্রতিক্রিয়া ব্রিটেনে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের ভোট দেয়ার অধিকারকে ঝুঁকিতে ফেলবে এবং ব্রিটেন সম্পর্কে মুসলিম সম্প্রদায়টির দীর্ঘদিনের মনোভাবকেও ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেছেন দেশটির এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক।
হাম্পস্টেড ও কিলবার্নের শ্রম বিষয়ক এমপি টিউলিপ সিদ্দিক জানান, ট্রাম্পের অভিবাসী ও উদ্বাস্তু নীতি নিয়ে থেরেসা মে'র সমালোচনা করতে ব্যর্থ হওয়ায় উদ্বিগ্ন তিনি। এই ব্যর্থতা মুসলিমদের রাস্তায় নামতে বাধ্য করবে, যা সম্প্রদায়গুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক নষ্ট করবে।
মঙ্গলবার থেরেসা মে-কে টিউলিপসহ আরো অনেক এমপি সতর্ক করে বলেন, (যুক্তরাষ্ট্রের) নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বাস্তবতার দিকে 'শূন্যদৃষ্টি' নিয়ে তাকিয়ে থেকে ভবিষ্যতে এক ঝাঁক তরুণ ব্রিটিশ মুসলিমের আস্থা হারাব আমরা।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.