

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
বুধবার (২১ মে) রাশিয়ার বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে জেলেনস্কির সেনাদের ব্যাপক ড্রোন হামলায়।
রুশ গণমাধ্যম জানায়, মস্কো লক্ষ্য করেও এদিন ড্রোন হামলা চালানো হয়। এরপরই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় মস্কার চারটি বিমানবন্দর। পরে ফ্লাইট চালু হলেও সতর্ক অবস্থানে আছে কর্তৃপক্ষ।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর আকাশে ৩৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। সব মিলিয়ে, মোট ১০৫টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মন্ত্রণালয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, একদিনে প্রায় আড়াইশো ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র তৈরির অংশ সরবরাহকারী একটি প্ল্যান্টে তাদের ড্রোন সফলভাবে আঘাত হেনেছে।
এ হামলার পাল্টা জবাব রাশিয়াও দিয়েছে। সীমান্তের ওপারে ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারাও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সামরিক স্থাপনা। কয়েকজন হতাহতেরও খবর পাওয়া গেছে।
পরে ইউক্রেন জানায়, অন্তত ৭৬টি ড্রোন ছুড়েছিল রাশিয়া। যেগুলোর মধ্যে অন্তত ২২টি প্রতিহত করতে পেরেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এদিকে ইউক্রেনীয় বাহিনীকে হটানোর দাবি করার পর প্রথমবার কুরস্ক অঞ্চল সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিদর্শন করলেন নির্মাণাধীন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। পরে স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এসময় ইউক্রেনের সেনাদের অঞ্চলটি থেকে সরিয়ে দিতে সক্ষম হওয়ায় রুশ সামরিক বাহিনীর সদস্যদের প্রশংসা করেন পুতিন। যুদ্ধবিরতি নিয়ে পশ্চিমাদের আহ্বানকে কৌশল বলে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর্মেনিয়া সফরে গিয়ে ল্যাভরভ বলেন, ইউরোপ এখন যুদ্ধবিরতির কথা বলছে শুধু ইউক্রেনকে আরও অস্ত্র জোগানোর সময় করে দিতে।
এদিকে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী কিয়েভ। আলোচনার জন্য ভেন্যু ঠিক করার বিষয়েও তারা যেকোন আহ্বানকে স্বাগত জানায়।
বিএইচ