ইউক্রেনের ১৫৯ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৩ ১১:১৯:৩১

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের ১৫৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ বিমানবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) রাশিয়ায় হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠিয়েছিল কিয়েভ বলে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যার অন্তত ২০টি ছিল মস্কো অভিমুখী।
এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, রুশ ভূখণ্ডের আকাশসীমায় স্থানীয় সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোট ১৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। আগেরদিন, তিন শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছিল মস্কো।
মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন জানিয়েছেন, সন্ধ্যার দিকে মস্কো ও পার্শ্ববর্তী এলাকার আকাশসীমায় ১৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় মস্কোর দোমোদেদোভো, ভনুকোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নরের দাবি, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় লগভ শহরে ১৬ জন আহত হয়েছে।
ইউক্রেনের দখলকৃত জাপোরিজ্জিয়া অঞ্চলের মস্কো কর্তৃক নিয়োগপ্রাপ্ত গভর্নর বলেন, সেখানে ইউক্রেনের এক হামলায় এক নারী নিহত ও চার শিশু আহত হয়েছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













