১৫ বছর পর ঘরে ফিরলেন বোবা মেয়েটি
আপডেট: ২০১৫-১০-২৬ ১৫:০৩:০৬
অপেক্ষার অবসান৷ ১৫ বছর পর অবশেষে ঘরে ফিরছেন গীতা৷ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল সাত-আট বছরের মূক-বধির মেয়েটি৷ সেই সময় তাঁর পরিচয় জানতে পারেনি সেদেশের পুলিশ৷ তাই ঠাঁই হয় স্বেচ্ছাসেবী সংগঠন ইধি ফাউন্ডেশনে৷ দীর্ঘ দিন পাকিস্তানে থাকার পর অবশেষে ঘরে ফিরছে ভারতের মেয়ে৷ দু’দেশের সরকারের পক্ষ থেকে যাবতীয় ফর্মালিটি পূরণ হওয়ার পর করাচি থেকে ভারতের উদ্দেশে রওনা দিল গীতা৷
সোমবার সকাল সাড়ে আটটায় করাচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে ওঠেন তিনি৷ ১০টা ৪০ মিনিটে গীতা নয়াদিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পিকে জৈন৷
১৫ বছর আগে লাহোরে সমঝোতা এক্সপ্রেস থেকে তাঁকে উদ্ধার করা হয়েছিল। ১৫ বছর পর আজ ভারতে পা রাখবেন ২৩ বছরের গীতা। তাঁর সঙ্গে ভারতে আসছেন ইধি ফাউন্ডেশনের কয়েকজন সদস্য। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে গীতাকে স্বাগত জানাতে থাকবেন পাকিস্তান হাই কমিশনের পদস্থ কূটনীতিকরা।
গীতার পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষায় সফল হলে তাঁদের হাতে গীতাকে তুলে দেওয়া হবে বলে জানালেন পিকে জৈন৷
সানবিডি/ঢাকা/এসএস