রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশিত - ফেব্রুয়ারি ২, ২০১৭ ১০:৪৯ এএম
আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে প্রভাষ রায় হানুকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রভাষ রায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুর রহমান শাহিদ ও তার ছেলে আশিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.