পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৪ ১৫:৫৮:২৯


সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৭৯৩ বারে ৪১ লাখ ৮৬ হাজার ৭৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১০ বারে ৫৪ লাখ ৬৯ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১ বারে ৩২ লাখ ২৫ হাজার ৮৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বসুন্ধরা পেপার মিলসের ৬.১২ শতাংশ, এপেক্স ট্যানারির ৬.০৮ শতাংশ ,কাট্টালী টেক্সটাইলের ৫.৫০ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৫.৩৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর ৪.৬৮ শতাংশ, এআরবি ব্যাংকের ৪.৫০ শতাংশ ও বাটা সু’র ৩.৯৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস