প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি লভ্যাংশের বোনাস শেয়ার গত ২৪ জানুয়ারি সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে। আর নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
এছাড়া গত ২৬ জানুয়ারি অফলাইন ডিভিডেন্ড ওয়ারেন্টস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে আরএসআরএম স্টিল ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
সানবিডি/ঢাকা/এসএস