লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার (এমএসএন) ত্রয়ীর দারুণ নৈপুণ্যে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল বার্সেলোনা। ফলে বুধবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে লুইস এনরিকের দল।
সুয়ারেস ও মেসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন অঁতোয়ান গ্রিজমান। এই ম্যাচে নেইমার গোল করতে না পারলেও শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছেন।
প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত এই জয় তুলে নিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল বার্সেলোনা।