দর বৃদ্ধির শীর্ষে বারাকা পতেঙ্গা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৫ ১৫:৪৮:৫০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বোরবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৩১ বারে ৫৯ লাখ ৬০ হাজার ৬১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বারাকা পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫০ বারে ৪০ লাখ ৮৯ হাজার ৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৩১ বারে ১৯ লাখ ০৭ হাজার ৫৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৩২ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৭.১৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৯৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৫.৮৮ শতাংশ ,ড্রাগন সোয়েটারের ৫.৬৮ শতাংশ ও শাহজিবাজার পাওয়ারের ৫.৫৬ শতাংশ ও ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৫.০০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস