ডিএমপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পিয়া
প্রকাশ: ২০১৭-০২-০২ ১৫:১৩:৩৬
জান্নাতুল ফেরদৌস পিয়া। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। র্যাম্প ও মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে রুপালি জগতের বিভিন্ন শাখায় বিচরণ এ লাস্যময়ীর। বিদেশের মাটিতেও নিজের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছেন পিয়া।
এবার তাকে দেখা যাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর ৪২ তম প্রতিষ্ঠা দিবসের আয়োজনে। সেখানে তিনি উপস্থাপনা করবেন। রাজধানীর রাজারবাগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এ জমকালো আয়োজন।
এই প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, গত বছর মঞ্চে ইমনের সঙ্গে পারফর্ম করছি। এবার করছি উপস্থাপনা।
উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি। ইতোমধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার এট ল’ পড়তে অফার লেটারও পেয়ে গেছেন। সম্প্রতি দেশের অন্যতম আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধায়নে ইন্টার্নি শেষ করেছেন পিয়া।