কারওয়ানবাজারে যুবকের লাশ উদ্ধার
প্রকাশ: ২০১৫-০৯-২২ ১১:০৬:২৭

রাজধানীর কারওয়ানবাজারে রেলক্রসিংয়ের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক গোলাম নবী (২৭) রামপুরা এলাকার বাসিন্দা।
নিহতের বোন রামপুরার ২২ নম্বর ওয়ার্ড মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরা চৌধুরী জানান, মাদক ব্যবসার কাজে বাধা দেয়ায় স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী গোলাম নবীকে কয়েক মাস ধরে হুমকি দিচ্ছিলেন। গতকাল সন্ধ্যায় কয়েকজন তাকে ডেকে নিয়ে যান। পরে রাতে তিনি আর ফেরেননি। এর পরে মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়।
কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













