সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৬ ১৫:১৮:২৯

সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮ টির, দর কমেছে ১৬৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭ টির।
ডিএসইতে ২৮২ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৭ কোটি ১০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৩৫ কোটি ৫১ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১৪ পয়েন্টে।
সিএসইতে ১৭৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩ টির দর বেড়েছে, কমেছে ৮৩ টির এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












