
সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮৩১ বারে ১৫ লাখ ৯১ হাজার ৮২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ৫৪৫ বারে ১৩ লাখ ৭০ হাজার ১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ৭৫৯ বারে ৭ লাখ ৪৯ হাজার ৫৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ৬.৩৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ৬.০৬ শতাংশ, এস আলম কোল্ড রোলের ৬.০৫ শতাংশ, দেশবন্ধু পলিমার ৫.৫৬ শতাংশ ইস্টার্ন লুব্রিক্যান্ট ৫.০০ শতাংশ, স্যালভো কেমিক্যালের ৪.৮৯ শতাংশ ও ফারইস্ট ফাইনান্স ৯.৩০ শতাংশ, মোজাফ্ফর হোসেনের ৪.৪৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস