
সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১২ বারে ৩৯ লাখ ৮৭ হাজার ৬১০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৩৭ বারে ৬৫ লাখ ২ হাজার ৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২২ বারে ৮ লাখ ৯৬ হাজার ৪৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্টের ৫.৭৯ শতাংশ, ইউসিবি ব্যাংকের ৪.৬৭ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৪.৬৫ শতাংশ, ন্যাশনাল টির ৪.৬৪ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৬৪ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৪.৫০ শতাংশ ও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৫ শতাংশ দর কমেছে।
এসকেএস