ইসরায়েলি বর্বর হামলায় বিধ্বস্ত গাজায় আরও ৮১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-০৫-২৭ ০৯:০৩:৫৫

বিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় সোমবার ভোর থেকে কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে। বেশকিছু চিকিৎসক আল জাজিরা সূত্রকে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে গাজা সিটিতে প্রাণ হারিয়েছে ৫৩ জন। খবর আল জাজিরার।
এ বিষয়ে ওয়াশিংটন থেকে আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, গাজার জন্য মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত হয়েছে এমন খবরের মধ্যেই হামাস এবং মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে ‘ভিন্ন বার্তা’ পাওয়া যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেন, গাজার ‘সবাই কষ্ট পাচ্ছে’ কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং ইসরায়েল সহায়তা বন্ধ করে দিচ্ছে, সেখানে আক্রমণ আরও তীব্র হচ্ছে, বহু মানুষ হতাহত হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ হাজার ৯৭৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন আহত হয়েছে। তবে সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা হাজার হাজার মানুষ এখন আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার গাজায় এক নারী চিকিৎসকের বাড়িতে চালানো ইসরায়েলি হামলায় তার নয় সন্তান মারা যায়। নিহত শিশুদের বয়স কয়েক মাস থেকে শুরু করে ১২ বছর পর্যন্ত। তবে সৌভাগ্যক্রমে তার স্বামী এবং অপর এক সন্তান হামলা থেকে বেঁচে গেছেন। তবে তারাও হামলায় আহত হয়েছেন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













