দর বৃদ্ধির শীর্ষে আইসিবি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৭ ১৬:০৫:৫৭


সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৩৯৬ বারে ২ লাখ ১৮ হাজার ৫৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৩৩৪ বারে ২৯ লাখ ৪৭ হাজার ৮৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪৪২ বারে ১৫ লাখ ৬৭ হাজার ৭৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – নাহি অ্যালুমিনিয়ামের ৪.৮৩ শতাংশ ,হাইডেলবার্গ সিমেন্টের ৩.৯৩ শতাংশ, এশিয়াটিক ল্যাবটেরিজের ২.৮৪ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ৮.৫৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ২.৬৩ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচ্যুায়াল ফান্ডের ২.৬৩ শতাংশ, অগ্নি সিস্টেমসের ২.৪৫ শতাংশ ও মীর আক্তারের ২.৪ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস