দর পতনের শীর্ষে এনসিসি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৭ ১৬:১৭:৪৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এনসিসি ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০২ বারে ১ লাখ ৯৩ হাজার ৭১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৭৫ বারে ৮ লাখ ৬৮ হাজার ৪৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০২ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৩৮ বারে ২২ লাখ ০৯ হাজার ৩১৪টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ব্যাংক এশিয়ার ৬.৭৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.৫৬ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৬.১৯ শতাংশ, জিলবাংলার ৫.৬৩ শতাংশ, ফাস্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৫.৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৫.২৯ শতাংশ এবং এইচ আর টেক্সটাইলের ৫.২৬ শতাংশ দর কমেছে।

 

এসকেএস