অবশেষে ঢাকায় পৌঁছেছেন প্রবাসী ফুটবলার ফাহমিদুল
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৮ ১১:৫৪:৪৩

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গত মার্চে ভারতের বিপক্ষে চূড়ান্ত দলে রাখা হয়নি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে। এ নিয়ে প্রবল সমালোচনার মধ্যে পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকায় মিছিল মিটিংও কম হয়নি।
এবার সমালোচনার মুখে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ফাহমিদুলকে ডাকা হয়েছে। বুধবার সকালে এই ফরোয়ার্ড ঢাকার মাটিতে পা রেখেছেন।
বিমানবন্দরে সমর্থকদের একটি অংশ ফাহামিদুলের আসা নিয়ে স্লোগান দিয়েছে, ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড…ফাহমিদুল…ফাহমিদুল…।’
আগামী পরশু দিন ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে সকাল আটটায় ফাহমিদুল ঢাকায় পৌছান।
ফাহমিদুলের জন্য ঢাকা বিমানবন্দরে বাফুফের প্রটোকল অফিসার ছিলেন ৷সমর্থকদের স্লোগানের মুখে ভিড় এড়িয়ে কোনওমতে তাকে গাড়িতে উঠিয়ে দ্রুত জায়গা ছাড়েন সেই কর্মকর্তা।
আগামী পরশু দিন জাতীয় দলে ডাক পাওয়া অন্য ফুটবলাররাও হোটেলে উঠবেন। তবে সবার আগে যোগ দিলেন ফাহমিদুল।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












