দর পতনের শীর্ষে এনআরবি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৮ ১৬:৩০:৫৬


সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৮০ বারে ৬৫ লাখ ৩ হাজার ১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৩ শতাংশ কমেছে। ফান্ডটি ২৮২ বারে ৮ লাখ ৮২ হাজার ৩ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৮৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৪ বারে লাখ ৪০ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– প্রাইম ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৮.৮৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৮.৪৫ শতাংশ, নর্দান জুটের ৮.৪২ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৮.২২ শতাংশ কমেছে।

 

এসকেএস