চলতি মাসেই বন্ধ হচ্ছে অনেকের জি-মেইল অ্যাকাউন্ট। আপনি জানেন কি কারণে আপনার জি-মেইল অ্যাকাউন্টাও বন্ধ হচ্ছে? কিছু নির্দিষ্ট শর্তে ৮ ফেব্রুয়ারির পর অার জি-মেইল ব্যবহার করা যাবে না।
গুগল জানিয়েছে, ডেস্কটপ বা ল্যাপটপে যারা এখনও উইনডোজ এক্সপি অথবা উইনডোজ ভিসতা ব্যবহার করেন তারা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে জি-মেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
এর কারণ হিসেবে গুগল বলছে- ৮ ফেব্রুয়ারি থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে জি-মেইল আর কাজ করবে না। তাই গুগলের সুপারিশ করেছে যে- এখনও যারা কম্পিউটারে উইনডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন তারা যেন নির্বিঘ্নে জি-মেইল পরিষেবা পেতে নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন।
ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে জি-মেইল-এর নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে।