কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে এনামুল হক (৩৭) নামে এক পুলিশ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এনামুল হক চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন। এনামুল হক ছুটি শেষে মাইক্রোবাসে করে সিএমপির কর্মস্থলে ফিরছিলেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম বলেন, শনিবার সকালে চকরিয়া ইনানী রিসোর্ট এলাকায় চট্টগ্রামগামী মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্য এনামুল হক নিহত এবং তিনজন আহত হন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।