দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-২৯ ১৫:৪৫:৫১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৩১০ বারে ৪১ হাজার ৪৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। ফান্ডটি ৬১৬ বারে ২৩ লাখ ৮৪ হাজার ৫৮৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। ফান্ডটি ২৩৩ বারে ৪ লাখ ৭২ হাজার ৬২৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এসইএমএল গ্রোথ ফান্ডের ৭.৫৫ শতাংশ, আরমিট সিমেন্ট ৬.২৫ শতাংশ ,ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫.৯৭ শতাংশ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের ৫.৫৭ শতাংশ , শাশা ডেনিমসের ৫.২৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.০৬ শতাংশ ও আইএফআইএল ইসলামীর মিউচুয়াল ফান্ডের৪.৭৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস