লভ্যাংশ দিবে না রূপালী ব্যাংক

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৫-২৯ ২৩:১৪:০১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিবে না। ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ২৩ পয়সা আয়। গত বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ১ টাকা ২৮ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)। এককভাবে আয় হয়েছে ১৭ পয়সা। গত বছর ছিলো এক টাকা ১১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৯৭ পয়সা।

আগামী ২৭ আগস্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই।