আজাদ কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ৫ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-৩০ ০৮:৫৭:৪৯


পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ধীরকোট তেহসিলে একটি গাড়ি খাদে পড়ে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজাদ কাশ্মীরের বাগ জেলার পর্যটক এলাকা রাসডানাকে এ দুর্ঘটনা ঘটে।

বাগের ডেপুটি কমিশনার জানিয়েছেন, নিহত পাঁচ পুলিশ সদস্যদের মধ্য ফাহিম, এসএইচও নাভিদ এবং ইন্সপেক্টর ইয়াসির কাইনিও ছিলেন।

যে সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ১৬ মে থেকে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে একটি নোটিশ জারি করেছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সড়ক কর্তৃপক্ষ।

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। দেশটিতে ট্রাফিক নিয়মকানুন খুব একটা অনুসরণ করা হয় না। এ ছাড়া পাহাড়ি এবং গ্রামাঞ্চলের সড়কের অবস্থা খুবই নাজুক। জিও নিউজ।

এনজে