পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না: আসিম মুনির
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-৩০ ১৯:৩৩:২৪

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, পাকিস্তান কখনই ভারতের আধিপত্য মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, পানি একটি ‘লাল রেখা’ এবং কাউকেই ২৪ কোটি পাকিস্তানির মৌলিক অধিকারের সাথে আপস করতে দেওয়া হবে না।
গত মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে দেয়। হামলার পর ভারত পাকিস্তানের দিকে আঙুল তুললেও ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করে এবং একটি স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব দেয়। এরপর কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে দুই দেশ একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর যুদ্ধুবিরতিতে আসে।
বৃহস্পতিবার (২৯ মে) এক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল মুনির স্পষ্ট করে বলেন, পাকিস্তান কখনই কাশ্মীর বিরোধে কোনো আপস করবে না। ভারতকে বুঝতে হবে যে, পাকিস্তান কাশ্মীরকে ভুলে যাবে না এবং ত্যাগও করবে না।
তিনি আরও বলেন, কাশ্মীর বিরোধ একটি বিশ্বব্যাপী সমস্যা হওয়ায় ভারতের পক্ষে এটি আর দমন করা সম্ভব নয়।
ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, সন্ত্রাসবাদ ভারতের অভ্যন্তরীণ সমস্যা, যা মূলত সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান নিপীড়ন এবং বৈষম্যের কারণে ঘটে।
মুনির আরও বলেন, বেলুচিস্তানের সন্ত্রাসীরা ভারত দ্বারা সমর্থিত এবং সন্ত্রাসীদের সাথে বেলুচদের কোনো সম্পর্ক নেই।
তিনি পাকিস্তানকে এমন একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যেখানে সমস্ত প্রতিষ্ঠান আইন ও সংবিধানের অধীনে কোনো রাজনৈতিক চাপ, আর্থিক ও ব্যক্তিগত লাভ ছাড়াই এবং জনগণের কল্যাণের জন্য কাজ করবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













