সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৫-৩১ ১০:১২:৫৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৩ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭.১০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৮৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২২৮.১০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.৪০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–এস আলম কোল্ড রোল্ডের ৯.৭৪ শতাংশ, আইসিবির ৯.৬৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৮.৬৪ শতাংশ, এটলাস বিডির ৮.৬৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭.৬৪ শতাংশ, ফারইস্ট ফ্যান্সের ৭.৩২ শতাংশ এবং রেনউইক যজেনশ্বরের ৭.০৭ শতাংশ।

 

এসকেএস