
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২১ দশমিক ০৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৮.০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ১৯ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭.০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.৮০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে-লিজিংয়ের ১৬.৯৮ শতাংশ, দেশ ইন্স্যুরেন্সের ১৬.৪৭ শতাংশ, এসএমইএএলইসি মিউচুয়াল ফান্ডের ১৬ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ১৫.৮৫ শতাংশ, পূবালী ব্যাংকের ১৫.৪৪ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫.৩২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের ১৪.৬১ শতাংশ।
এসকেএস