
বিধ্বস্ত গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে আরও ৭২ জন ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় আহত হয়েছেন আরও ২৭৮ জন।
আনাদোলু এজেন্সির খবরে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৪ হাজার ৩২১ জন এবং ১ লাখ ২৩ হাজার ৭৭০ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
প্রসঙ্গত, সম্প্রতি গাজায় আবারও দু’মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নেতানিয়াহু সম্মতি দিলেও হামাস এখনো অনুমোদন করেনি।
এনজে