রাইট শেয়ার ইস্যু করবে ইউসিবি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-০১ ১৪:৫৭:০২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) রাইট শেয়ার ইস্যু ও স্ট্রাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর লক্ষ্য ব্যাংকটির পরিশোধিত মূলধন বাড়ানো।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউসিবির পরিচালনা পর্ষদ ২:১ হিসেবে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১ রাইট শেয়ার ইস্যু করা হবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই এ শেয়ার ইস্যু করা হবে।

 

এসকেএস