১৬ আগস্ট পর্যন্ত সাফকো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-০২ ১১:০৬:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম গত বছরের ১২ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এটি আরো আড়াই মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৬ আগস্ট পর্যন্ত সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ-উল-আজহার ছুটিও আছে।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি সাফকো কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ২ মাসের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১ জুলাই তারা ফের উৎপাদন শুরু করবে। তবে বাস্তবে সেটি হয়নি। এর মধ্যে ডিএসইর একটি পরিদর্শক টিম কারখানা পরিদর্শন করে সেটি বন্ধ পেয়েছে।

 

এসকেএস