ওয়ানডে ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের বিদায়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-০২ ১৩:৩৯:৪২

আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এতে তার ৫০ ওভারের ক্রিকেটে ১৩ বছরের ক্যারিয়ার শেষ হলো।
২০১২ সালের আগস্টে ওয়ানডে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। এরপর ১৪৯টি ওয়ানডেতে ৩৯৯০ রান ও ৭৭ উইকেট শিকার করেন তিনি। ৩৩.৮১ গড়ে রান করেছেন ম্যাক্সওয়েল। চারটে শতরান ও ২৩টা অর্ধশতরান করেছেন তিনি।
তবে চলতি বছর ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটাই ছিল তার শেষ ওয়ানডে।
চ্যাম্পিয়নস ট্রফির পর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীনই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিকে তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না তিনি।
২০২২ সালে একটা দুর্ঘটনায় পা ভেঙে গিয়েছিল ম্যাক্সওয়েলের। তারপর থেকে মাঝে মাঝে তার পায়ে সমস্যা হয়েছে। সেই সমস্যার কথাই বেইলিকে জানিয়েছিলেন ম্যাক্সওয়েল।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












