সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাবিনা-ববিতা
প্রকাশ: ২০১৭-০২-০৫ ১৭:০৪:৪৭

রুপালি জগতের জনপ্রিয় অভিনেত্রী ববিতা ও জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এই দুই কিংবদন্তি এবার সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতায় ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল (ডিসিআই) আয়োজিত চাইল্ড রাইটস অ্যাওয়ারনেস ও ফান্ড রেইজিং কনসার্টে অংশ নেন এই গুণী শিল্পীরা।
এ প্রসঙ্গে অভিনেত্রী ববিতা বলেন, ‘আমাদের আশপাশে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে না দাঁড়ালে তারা একটা সময় খারাপ পথে চলে যাবে। বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত হবে। মাদকে আসক্ত হবে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে ভালো লাগছে। সমাজের প্রত্যেকটি মানুষের উচিত তার চারপাশের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো।’
এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, সৈয়দ আব্দুল হাদী ও হায়দার হোসেন।
তা ছাড়া এই কনসার্টে বেনুকা ইনস্টিটিউট অব আর্টস এবং ডিসিআই অরফানেজের শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের অভিভূত করে। এই কনসার্টের টিকিটের মূল্য ছিল ১২০০ টাকা। এ থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুকে সমপরিমাণ অর্থের সহায়তা দেওয়া হবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













